Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনে ঝালকাঠিতে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। রবিবার সকাল ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাাসক কার্যালয় চত্বর থেকে শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন খান প্রমুখ। পরে সাক্ষরতা কর্মসূচিতে অবদান রাখায় ৮ জনকে পুরস্কার দেওয়া হয়।