Latest News
বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ।। ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / ঝালকাঠিতে এসএমই পণ্য মেলায় চলছে নানা অনুষ্ঠান

ঝালকাঠিতে এসএমই পণ্য মেলায় চলছে নানা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলার তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে কাবাডি খেলা ও বিতর্ক প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেলে শিশু পার্ক মাঠে অনুষ্ঠিত মেলার মঞ্চে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম হয়। রানার্সআপ হয়েছে ঝালকাঠি সরকারি কলেজ। এর আগে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। সন্ধ্যার পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। এতে বিচারকের দায়িত্ব পালন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান খান ও সরকারি গণগ্রন্থাগারের সহকারি পরিচালক খালিদ সাইফুল্লাহ। মেলায় আগত দর্শনার্থীরা ব্যস্ত কেনা কাটায়। ৫১টি স্টলে দেশিয় পণ্যের পসরা বসিয়েছেন বিক্রেতারা। রয়েছে পিঠা-পুলিসহ নানা বাহারি খাবারের দোকান। মেলা উপলক্ষে দেশিয় খেলুধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে প্রতিদিন। এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পরেশন (বিসিক)।