Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের প্রচারণা, লিফলেট বিতরণ

ঝালকাঠিতে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের প্রচারণা, লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য প্রচার-প্রচারণা শুরু করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পথচারীদের হাতে ফিললেট তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। মাস্ক ও গ্লোবস ব্যবহার, গণজমায়েত না করা, পার্ক ও দোকানে আড্ডা না দেওয়ার জন্য পুলিশ সুপার পথচারীদের অনুরোধ করেন। জরুরী প্রয়োজন ছাড়া এক স্থানে অনেক মানুষের জমায়েত না করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হওয়ারও অনুরোধ করেন তিনি। জনসচেতনতামূলক এ কার্যক্রমে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান, গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) ইকবাল বাহার খান উপস্থিত ছিলেন। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার শহরের বিভিন্ন স্থানে পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। এসময় পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …