Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কায়েদ মহলের উদ্বোধন

ঝালকাঠিতে কায়েদ মহলের উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের আমতলা সড়কে কায়েদ মহলের উদ্বোধন করা হয়েছে। নেছারাবাদ দরবার শরীফের এই খানকায় প্রতি ওয়াক্তের নামাজ হবে। এতে শহরের ব্যবসায়ী ও পথচারীরা নামাজ আদায় করতে পারবেন। শনিবার বাদ আছর নামাজ আদায়ের মধ্য দিয়ে কায়েদ মহলের উদ্বোধন করেন হযরত মাওলানা আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের ছেলে আমিরুল মুছলিহীন মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের জেলা শাখার সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও বিভিন্ন মসজিদের ইমামসহ নানা শ্রেণি পেশার মানুষ। কায়েদ মহলের উদ্বোধনী অনুষ্ঠানে নেছারাবাদী হুজুর বলেন, আল্লাহ কবুল করেছেন বিধায় শহরের মধ্যে একটি সুন্দর স্থানে কায়েদ মহল করা হয়েছে। এখানে প্রতি ওয়াক্তে নামাজ আদায় করা হবে, জিকির আজকার হবে। এখানে ইসলামি আলোচনা ও তালিমি জলসা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসমানদের এই খানকায় আসার আহŸান জানান আমিরুল মুসলিহীন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …