Latest News
মঙ্গলবার, ২১ মে ২০২৪ ।। ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে চিত্তবিনোদনের জন্য পার্কের উন্নয়ন ও পাবলিক টয়লেট নির্মানের দাবি

ঝালকাঠিতে চিত্তবিনোদনের জন্য পার্কের উন্নয়ন ও পাবলিক টয়লেট নির্মানের দাবি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে চিত্তবিনোদনের জন্য পার্কের উন্নয়ন ও বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। এ জন্য জেলা প্রশাসন ও স্থানীয় পৌর কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। ঝালকাঠিতে বেসকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। আজ সোমবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন শ্রেণি-পেশার ৩২ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ঝালকাঠির ১২টি সমস্যা চিহ্নিত করেন। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। আলোচকরা বিষয়টি আগামী ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষকে নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মশালায় উত্থাপন করবেন। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী দ্বীপু হাফিজুর রহমান, রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালী ও অ্যাডাভোকেট সাকিনা আলম লিজা।