Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

ঝালকাঠিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কর্মহীন নিরন্ন মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দেওয়া, ত্রাণসামগ্রী আত্মসাৎকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরনসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র ইউনিয়ন ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত এ মানববন্ধনে সিপিবি, ছাত্র ইউনিয়ন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে কর্মহীন মানুষরাও অংশ নেয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে সিপিবির জেলা সেক্রেটারী প্রশান্ত দাস হরি, সাংবাদিক শ্যামল সরকার, ছাত্র ইউনিয়নের সদস্য মিম আক্তার বক্তব্য রাখেন। এসময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ৬ মাসের বেতন মওকুফ এবং ৬ মাসের বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল মৌকুফ কারারও দাবি জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …