Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় টায় ডিসি অফিস চত্বরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে জেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, স্থানীয় সামাজিক ও সাংকৃতিক সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এদিকে জেলা আওয়ামী লীগ সকাল সাড়ে ১১ টায় শোক র‌্যালি বের করে।