Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জোয়ার ভাটার খালে বাঁধ, গোবর ফেলে ২৫টি পরিবারকে জিম্মি

ঝালকাঠিতে জোয়ার ভাটার খালে বাঁধ, গোবর ফেলে ২৫টি পরিবারকে জিম্মি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার লক্ষনকাঠি গ্রামে জোয়ার ভাটার খালে বাঁধ ও গোবর ফেলে ২৫টি পরিবারকে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। ১২ এপ্রিল রবিবার বিকাল স্থানীয় বেলায়েত হোসেন,লুৎফর রহমান,ছাব্বির হোসেন,মনির হোসেনসহ প্রায় ৫০জন নারী অভিযোগে করে জানান, একই এলাকার মো:খলিলুর রহমান(৫০),ও তার ছেলে শামিম (২৫),সাদ্দাম (২২) ,লাদেন (২০)সহ আরও অজ্ঞাত ৪/৫ জন এলজিইডি’র গেজেটভুক্ত সরকারি হেরিংবন রাস্তার বকস কালভাট সম্মুখের নিয়মিত জোয়ার ভাটা যাওয়ার খালে আকস্মিক বাঁধ দিয়েছে।এতে করে স্থানীয় প্রায় ২৫টি পরিবার জিম্মি হয়ে পড়েছে। পরিবারগুলো জনর্দূভোগে পরিনত হয়েছে। ওজু গোসোল সহ রান্নাসহ সাংসারিক কাজকর্ম করতে পারছে না ।বিশ্বজুরে মহামারি চলছে মানুষ পরিস্কার পরিছন্ন থাকতে সচেতন সেখানে রান্নাবান্নায় হাতে গোবর উঠে আসছে। জানা গেছে,মো:খলিলুর রহমান ওরফে এমপি খলিল সরকারি খাল ও রাস্তা দখল করে স্থানীয়দের জানায় ১০০ শত বছর র্পুবে তার বাপ দাদার ছিল। খলিল আরও জানায়,এখন বাঁধ দিয়েছি এ খালের জমি আমার বাপ-দার আগামীতে বালু ফেলে ভরাট করে ফেলব। এ ধরনের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।আরও জানা গেছে তার ছেলেরা হুমকি দিচ্ছে কেউ বাঁধের কাছে গেলে ঠাং ভেঙ্গে দিবে।ভুক্তভোগীর আশংকা করছে এলাকায় বালু ভরাটের পাইপ বিদ্যমান রয়েছে,যেকোন সময়য় সরকারি খাল ভরাট করে ফেলতে পারে এমপি খলিল। এ ব্যপারে ভুক্তভোগীরা স্থানীয় ইউপি সদস্য লিটন মাঝিকে জানালে তিনি বিষয়টি দেখবেন বলে জানায় কিন্তু সোমবার পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদকে জানালে তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন ব্যবস্থা নেবেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …