Latest News
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

ঝালকাঠিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কার্ডের মাধ্যমে দরিদ্র্য পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি শহরের হরি মন্দিরে আনুষ্ঠানিকভাবে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলার চারটি উপজেলায় ৫৬ হাজার ৫৭৬ পরিবার টিসিবির তেল, ডাল ও চিনি কেনার সুবিধা পাবেন। বুধবার থেকেই তেল ১১০ টাকা কেজি, চিনি ও ডাল ৫৫ টাকা কেজি দরে কিনতে পারবেন টিসিবি ডিলারদের কাছ থেকে। প্রত্যেকে দুই লিটার তেল, দুই কেজি ডাল ও দুই কেজি চিনি কিনতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও পৌর কাউন্সিলর মো. কামাল শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, দরিদ্র্য ও অসহায় মানুষের মাঝে সরকার ডিলারদের মধ্যেমে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি করছেন। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …