Latest News
শনিবার, ৪ মে ২০২৪ ।। ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ঝালকাঠিতে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণের আয়োজন করা হয়। রবিবার সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মো. জোহর আলী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। পরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমারে দে ও অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক, প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু বক্তব্য দেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …