Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ডিবির ফাঁদে নারী মাদক কারবারি

ঝালকাঠিতে ডিবির ফাঁদে নারী মাদক কারবারি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে দুইশ পিস ইয়াবাসহ সোনিয়া আক্তার ওরফে রিয়া (২০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে নলছিটির দপদপিয়া চৌমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোনিয়া রাজাপুরের নৈকাঠী এলাকার আনসার তালুকদারের মেয়ে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডিবির পরিদর্শক (ওসি) ইকবাল বাহার খান জানায়, সোনিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। তাকে আটক করার জন্য ডিবি পুলিশ ফাঁদ পাতে। ক্রেতা সেজে তাকে ফোন করে ইয়াবা কেনার প্রস্তাব দেয় ডিবি পুলিশের দুই সদস্য। এতে রাজি হয় সোনিয়া। সোমবার রাত ৯টার দিকে নলছিটির দপদপিয়া চৌমাথায় একটি অটোবাইক থেকে নেমে ইয়াবা বের করলে সোনিয়াকে আটক করে দুইশ পিস ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …