Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত

ঝালকাঠিতে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
নারীপক্ষ’র অধিকার এখানে, এখনই এ প্রকল্পের সহযোগিতায় ঝালকাঠিতে তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এ সভার আয়োজন করে। সভায় তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্যরা তাদের কার্যক্রমের বর্তমান অবস্থা ও পরবর্তী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে।
সভাটি পপরিচালনা করেন প্রকল্পের প্রকল্প পরিচালক সামিয়া আফরীন। এছাড়াও সভায় নারীপক্ষ’র প্রতিনিধি সাইডো এর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এবং প্রকল্প ব্যবস্থাপক মাকসুদা খাতুন, ঊধ্বর্তন প্রকল্প কর্মকর্তা তাহ্সিন রহমান এবং প্রকল্প কর্মকর্তা মৌসুমি বেগম বক্তব্য রাখেন। অনুরূপ সভা জেলার নলছিটি উপজেলাতেও অনুষ্ঠিত হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …