Latest News
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ।। ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের চাল ও নগদ টাকা প্রদান

ঝালকাঠিতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের চাল ও নগদ টাকা প্রদান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের তিনটি গ্রামে বিষখালী নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে নগদ টাকা ও চাল বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে ভাঙন কবলিত এলাকার ভাটারাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের সামনে ক্ষতিগ্রস্তদের সহায়তা করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন উপস্থিত ছিলেন। ভাঙনের শিকার চরকাঠি, ভাটারাকান্দা ও চরভাটারাকান্দা গ্রামের ৩৫জন নারী-পুরুষের হাতে জনপ্রতি ২০ কেজি করে চাল দেওয়া হয়। এ ছাড়াও তাদের প্রত্যেককে নগদ দেড় হাজার টাকা করে দেওয়া হয়।
পসংগত, গত ১০ আগস্ট রাতে বিষখালী নদীর আকস্মিক ভাঙনে প্রায় ২০টি বসতঘর নদী গর্বে বিলিন হয়ে যায়। দীর্ঘ দিনধরে ভাঙনে অসংখ্য মানুষের সহায় সম্বল নদীতে বিলিন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্ষতিগ্রস্তরা মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা করা হয়। জেলা প্রশাসকের সহায়তা পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।