Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ‘নাগরিক প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ‘নাগরিক প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘নাগরিক প্রত্যাশা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ কর্মশালার আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় ঝালকাঠি শহরের নানা সমস্যা চিহ্নিত করে এগুলো সমাধানে কি কি করণীয় তা তুলে ধরা হয়। কর্মশালায় অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, ঝালকাঠি প্রেস ক্লাবরে সাধারণ সম্পাদক মানিক রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ও নারীনেত্রী অ্যাডভোকেট সাকিনা আলম লিজা। কর্মশালা পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যাবস্থাপক দিপু হাফিজুর রহমান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …