Latest News
রবিবার, ৫ মে ২০২৪ ।। ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নিম্ন মধ্যবিত্ত পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছেন খান আরিফুর রহমান

ঝালকাঠিতে নিম্ন মধ্যবিত্ত পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছেন খান আরিফুর রহমান

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান আরিফুর রহমানের পক্ষ থেকে ঘরে থাকা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দিনভর শহরের বিভিন্ন এলাকার গিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেয় সেচ্ছাসেবকরা। এ খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন ঘরে থাকা নিম্ন মধ্যবিত্ত মানুষ। ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব আমির হোসেন আমুর নির্দেশক্রমে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে ।
খান আরিফুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ঘরে থাকা নিম্ন মধ্যবিত্ত পরিবারের পাশে আছি, থাকবো। আমার অভিভাবক মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু মহোদয়ের নির্দেশনায় করোনাভাইরাস সংক্রমণে অসহায় হয়ে পড়া মানুষের জন্য এ খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। করোনাভাইরাস সংক্রমণ থেকে আমরা যাতে মুক্ত থাকতে পারি, সে জন্য সকলে ঘরে থাকবো নিরাপদে থাকবো। করোনাসংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …