Latest News
রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঝালকাঠিতে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘নিরাপদ অভিবাসন এবং দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সভাকক্ষে অয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জনশক্তি কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক একেএম সাহাবুদ্দিন আহেম্মদ এবং ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত, প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, বাসন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক, ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ অব্দুর রশিদ চোকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। সেমিনার অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাসার আল মামুন। সেমিনারে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সহসভাপতি মানিক রায়, সহসাধারণ সম্পাদক কেএম সবুজ, ক্রীড়া সম্পাদক অলোক সাহা, প্রেসক্লাব সদস্য সাংবাদিক দিবস তালুকদার ও মো. রাজু খান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত সেমিনারটির সঞ্চালনায় ছিলেন, ঝালকাঠি টিটিসি’র মেকানিক বিভাগের প্রশিক্ষক মো. মেহেদী হাসান।এতে তৃণমুল পর্যায়ের নারী ও পুরুষ কর্মী, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …