Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নৌকার সমর্থনে বিশাল মিছিল

ঝালকাঠিতে নৌকার সমর্থনে বিশাল মিছিল

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নৌকার সমর্থনে শহরে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের কুমারপট্টি থেকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মো. শামীম আহম্মেদের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে কয়েক হাজার নারী ও পুরুষ অংশ নেয়। মিছিলটি শহর ঘুরে একই স্থানে গিয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি মো. শামীম আহম্মেদ। তিনি বলেন, সারাদেশে নৌকার জোয়ার বইছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে ৩০ ডিসেম্বর সারাদিন ভোট দিয়ে জয়যুক্ত করে ঝালকাঠির উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ করেন ভোটারদের।