Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ঝালকাঠিতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি ও রাজাপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার সকালে রাজাপুর থানা পুলিশ উপজেলার পুটিয়াখালী গ্রামের সুলতান খানের ছেলে নাজমুল খানকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। নাজমুল খানের বসতঘর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এ
ব্যপারে রাজাপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। অন্যদিকে নলছিটি থানা পুলিশ শুক্রবার রাতে উপজেলাধীন মগড় ইউনিয়নের আমিরাবাদ এলাকায় মোটরসাইকেল থামিয়ে তল্লাশীকালে ৮পিস ইয়াবাসহ মো. খোকন হাওলাদারকে গ্রেপ্ত করে। খোকন হাওলাদার বরিশালের কোতয়ালী থানার চন্ডিপুর গ্রামের জুলফিকার আলী হাওলাদারের ছেলে। খোকনহা ভাড়ায় মোটরসাইকেল চালায়। এ ব্যাপারে নলছিটি থানায়এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এ দুই আসামীকে শনিবার আদালতে সোপর্দ করার পরে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।