Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজির গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে সদর উপজেলার নৈকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৭-৬ গোলে নলছিটি উপজেলার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা গোল্ডকাপে কাঁঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে রাজাপুরের গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এ টুর্নামেন্টে জেলার চার উপজেলা চ্যাম্পিয়ন ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, সহসভাপতি তরুন কর্মকার ও হাবিবুর রহমান হাবিল উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …