Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের চেম্বারে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এজাজ হাসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডেেভাকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহবায়ক শামীম তালুকদার, সদস্য সচিব এ্যাভোকেট আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক শফিকুল ইলাম লিটন।
বক্তারা বলেন, অবৈধ ভাবে পুলিশের জোরে আওয়ামী লীগ সরকার টিকে আছে। আজকে তারা দেশ চালাতে ব্যর্থ। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …