Latest News
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

ঝালকাঠিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার :
আগামী ২২ জুন ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহদাৎ হোসেন হাজরা, ডাক্তার শাকিল খান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান আলোচনায় অংশ নেন। কর্মশালায় জানানো হয়, ঝালকাঠি জেলায় প্রায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৯০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য জেলায় ৮২৮টি কেন্দ্রে দুই হাজার একশ চব্বিশ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবে। বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন প্রতিনিধি কর্মশালায় অংশ নেন।