Latest News
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ।। ১৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘পারিবারিক সাইলো’ বিতরণ কার্যক্রম উদ্বোধন 

ঝালকাঠিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘পারিবারিক সাইলো’ বিতরণ কার্যক্রম উদ্বোধন 

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী  শেখ হাসিনা গণভবন থেকে ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্স করে রোববার খাদ্য মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগপ্রবণ ১৯টি জেলার ‘পারিবারিক সাইলো’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দুর্যোগে নিরাপদ জীবনের জন্য পর্যাপ্ত খাদ্য সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট জেলাগুলোতে মোট পাঁচ লাখ ‘পারিবারিক সাইলো’ বিতরণ করা হবে। ভিডিও কনফারেন্সে ঝালকাঠি প্রান্তে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সঞ্চালনায় খাদ্য অধিদফতরের মহাপরিচালক মোঃ বদরুল হাসান, স্থানীয় দুই কিষাণী- শান্তা এদবর ও সাথী আক্তার এবং কৃষক আবদুল হক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে খাদ্য বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ওমর ফারুকসহ উর্ধ্বতন কর্মকর্তা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং কৃষক-কিষাণীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলার ৩টি উপজেলায় চব্বিশ হাজার একশ ‘পারিবারিক সাইলো’ বিতরণ করা হবে। উপজেলাগুলো হচ্ছে : ঝালকাঠি সদর, নলছিটি ও কাঁঠালিয়া। প্রতিটি সাইলো তৈরিতে এক হাজার তিনশ সাতাত্তর টাকা খরচ হয়েছে। খাদ্য বিভাগ মাত্র ৮০ টাকায় তা উপকারভোগীদের কাছে বিতরণ করবে। প্রতিটি সাইলোতে ৫৬ কেজি চাল এবং ৪০ কেজি ধান সংরক্ষণ করা যাবে। এরফলে দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবেলা করা সহজতর হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ দুই নারী ও এক পুরুষের হাতে ‘পারিবারিক সাইলো’ তুলে দেন।