Latest News
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম

ঝালকাঠিতে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলার চারটি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। নির্বাচন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১২টা থেকে ২৩৭ ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রিটার্নিং অফিসার এস এম ফরিদ উদ্দিন প্রিসাইডিং অফিসারদের কাছে মালামালগুলো বুঝিয়ে দেন। প্রিসাইডিং অফিসাররা পর্যাপ্ত নিরাপত্তায় গাড়িতে করে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন ভোট গ্রহণের সরঞ্জামাদি। ভোট কেন্দ্রে আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনী, পিসাইডিং ও সহকারী পিসাইডিং অফিসাররাও কেন্দ্র পৌঁছাতে শুরু করছেন। ইতোমধ্যে নলছিটি উপজেলায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত সিদ্দিকুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এখন জেলায় চেয়ারম্যান পদে ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২জন প্রদ্বিদব্দিতা করছেন। জেলায় মোট ভোটার রয়েছে চার লাখ ৬৯ হাজার ৪০২ জন।