Latest News
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়

ঝালকাঠিতে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে ঝালকাঠিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অপরাজিতা ও সাংবাদিকসহ ৪০ জন অংশ নেন। ঝালকাঠি জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে সভায় মাল্টিমিডিয়ায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তর বরিশাল অঞ্চলের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বসরী। স্বাগত বক্তব্য দেন রূপান্তর বরিশাল অঞ্চলের নেটওয়ার্কিং কোঅর্ডিনেটর ঝুমু কর্মকার। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেস ক্লাবরে সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন, রাজাপুর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, অপরাজিতা নাজমা বেগম, কানিজ ফাতেমা, নার্গিস আক্তার, আসমা আক্তার, উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ খান, সাংবাদিক মানিক রায়, কে এম সবুজ, জহিরুল ইসলাম জলিল ও আল আমিন তালুকদার।
সভায় নারীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নেতৃত্ব দানের জন্য নারীদের পূনাঙ্গ ও কার্যকর অংশগ্রহণ এবং সমান সুযোগ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নয়, এখন ৫০ শতাংশ নারী প্রতিনিধিদÍ রাখতে হবে বলেও জানানো হয় সভায়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …