Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শর্টকোর্স কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রাখার দাবিতে মানববন্ধন স্মারকলিপি পেশ

ঝালকাঠিতে শর্টকোর্স কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রাখার দাবিতে মানববন্ধন স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার :
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্স চালু রাখার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে শর্টকোর্স ঐক্য পরিষদ। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যলয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন জেলার কারিগরি বোর্ড অনুমোদিত ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রতিষ্ঠান প্রধানরা জানান, দক্ষ জনশক্তি তৈরির লক্ষে ১৯৭ সাল থেকে কারিগরি বোর্ড জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড (৩৬০ ঘণ্টা) শিক্ষা কার্যক্রম চালু করে। দেশে শর্টকোর্সের বর্তমানে প্রায় চার হাজার প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতি বছর তিন লক্ষাধিক শিক্ষিত বেকার যুবক যুবতী প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ নেয়। তাঁরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখে। অথচ চলতি বছরের সেপ্টেম্বর মাসে কারিগরি বোর্ডের অধীনে থাকা জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্সটি সরকারি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) নেওয়ার উদ্যোগ নেয়। কোর্সটি কারিগরি বোর্ডের অধীনে রাখার দাবি জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. ফারুক সিদ্দিকী, জসিম উদ্দিন, শহিদুল আলম, মো. সোহেল আহম্মেদ, মো. আকতারুজ্জামান ও মো. নাহিদ জামান খান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …