Latest News
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে হজ গমনেচ্ছুকদের প্রশিক্ষণ

ঝালকাঠিতে হজ গমনেচ্ছুকদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা থেকে এ বছর হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন ১১৭ জন। হজ গমনেচ্ছুকদের দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান ও ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ইব্রাহিম খলিল। প্রশিক্ষণ প্রদান করেন ইসলামি ফাউন্ডেশনের বরিশাল বিভাগের সাবেক পরিচালক মো. নিজাম উদ্দিন, মাওলানা আব্দুল হাই নিজামী ও মাওলানা মোকতার হোসেন। হজ গমনেচ্ছুকদের পাঁচটি বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সিভিল সার্জন কার্যালয়ের জমা দিতে হবে বলেও জানানো হয় প্রশিক্ষণে। এছাড়াও হজের নানা বিষয় নিয়ে পরামর্শ দেওয়া হয় এ প্রশিক্ষণে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …