Latest News
মঙ্গলবার, ৭ মে ২০২৪ ।। ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ১১ ডিসেম্বর থেকে লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ঝালকাঠিতে ১১ ডিসেম্বর থেকে লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার :
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও স্বাস্থ্য বিভাগের সেবাদানকারীরা উপস্থিত ছিলেন। আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার চার উপজেলা ও দুটি পৌরসভায় ৮২৪টি কেন্দ্রে একযোগে লক্ষাধিক শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৬ থেকে ১১ মাস পর্যন্ত ১২ হাজার ৮০০ শিশুদের নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯০ হাজার ৫০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ওরিয়েন্টেশন কর্মশালায় এ বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, মুক্তিযোদ্ধা দুলাল সাহা বক্তব্য দেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে। এতে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই আগামী ১১ ডিসেম্বর থেকে চারদিন বাড়ির নিকতবর্তী ক্যাম্পে শিশুদের নিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …