Latest News
শনিবার, ১৮ মে ২০২৪ ।। ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ৫১ জন করোনা আক্রান্ত

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ৫১ জন করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সীমিত পরিসরে লকডাউনের তৃতীয় দিন চলছে ঢিলেঢালাভাবে। লকডাউনের মধ্যেও বুধবার সকাল থেকে রাস্তায় ও বাজারে মানুষের ভিড় রয়েছে। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। পুলিশের অভিযান শুরু হলে দোকানপাট বন্ধ রাখলেও চলে যাওয়ার পরে আবারো খুলে বসেন দোকানীরা। কোনভাবেই সচেতন করা যাচ্ছে না জনসাধারণকে। এ অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে লকডাউনে জনসাধারণকে সচেতন করতে জেলা পুলিশের উদ্যোগে শহরে অভিযান চালানো হয়েছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন খোলা কয়েকটি দোকানপাট বন্ধ করে দেন। মাস্ক ছাড়া বের হওয়া মানুষকে বাড়িতে ফিরে যেতে বলা হয়।
গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৮১জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …