Latest News
বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ।। ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির চার শিশুর কৃতিত্ব

ঝালকাঠির চার শিশুর কৃতিত্ব

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির চার শিশু ‘জাতীয় পুরস্কার’ পেয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁরা এ পুরস্কার লাভ করে।
এরমধ্যে বুশরা হক খ বিভাগের বেহালায় ও হুমায়রা ক বিভাগের ছড়াগানে প্রথম হয়ে লাভ করেছে স্বর্ণপদক। ক বিভাগের রবীন্দ্রসঙ্গীতে শতশ্রী চক্রবর্তী ও গ বিভাগের বেহালায় জন্মিজয় হালদার দ্বিতীয় হয়ে পেয়েছে রৌপ্যপদক।
২৫ মে ঢাকার শিশু একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী মাসে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিজয়ী শিশুদের হাতে পদক তুলে দিবেন।
বুশরা শিশু একাডেমির এ প্রতিযোগিতার বেহালা বিষয়ে ২০১৭ সালে স্বর্ণপদক ও ২০১৮ সালে রৌপ্যপদক পেয়েছিল।
ঝালকাঠির সূর্যালোক ট্রাস্টের সদস্য হিসেবে বুশরা এবারে এ প্রতিযোগিতায় বরিশাল আঞ্চলিক পর্যায়ে বেহালা ও বিজ্ঞান প্রজেক্ট বিষয়ে প্রথম স্থান অধিকার করে চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পায়। এর আগে সে ৩টি বিষয়ে (বেহালা, বিজ্ঞান প্রজেক্ট, কবিতা আবৃত্তি) ঝালকাঠি জেলা ও ঝালকাঠি সদর উপজেলা পর্যায়ে প্রথম হয়।