Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির সাংবাদিক কাজী খলিলের বাসায় চুরি

ঝালকাঠির সাংবাদিক কাজী খলিলের বাসায় চুরি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমানের বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বান্ধাঘাটা এলাকার খান ভিলার চতুর্থ তলায় চুরির এ ঘটনা ঘটে।
সাংবাদিক কাজী খলিলুর রহমান জানান, সকাল ১০টার দিকে তিনি বাসা তালাবদ্ধ করে বের হন। বেলা ১২টার দিকে তিনি বাসায় ফিরে তালা ভাঙা দেখেন। ভেতরে ঢুকে আসবাপত্র এলোমেলো দেখে তাঁর সন্দেহ হয়। একদল চোর তাঁর বাসায় প্রবেশ করে আলমিরা ভেঙে স্বার্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, বাড়ির আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …