Latest News
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ।। ১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / শিক্ষাঙ্গণ / ঝালকাঠিতে ছাত্রীদের আঁকা ছবি প্রদর্শনী শুরু

ঝালকাঠিতে ছাত্রীদের আঁকা ছবি প্রদর্শনী শুরু

মো. শাহীন আলম :
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা ছবি প্রদর্শনী শুরু হয়েছে। বিদ্যালয়ের সবুজ চত্বরে দুই দিন ধরে এ প্রদর্শনী চলবে। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। জয়নুল আবেদীন আর্ট একাডেমীর উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ প্রদর্শনীর আয়োজন করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদ হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। এ প্রদর্শনীতে নানা ধরণের দেড় শতাধিক আকর্ষণিয় ছবি প্রদর্শন করা হয়েছে।
একই অনুষ্ঠানে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শময়িতা শর্মীর প্রথম কাব্যগ্রন্থ ‘আকাশ কতো দূরে’ এর মোরক উন্মোচন করা হয়। কাব্যগ্রন্থে ৪০টি কবিতা রয়েছে। নৃ-প্রকাশনী বইটি প্রকাশ করেছে। প্রচ্ছদ করেছেন তাপস কর্মকার।