Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকনা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. আহসান কবীর। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমাম। সভায় ঐতিহাসিক মুজিবনগর দিবস সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তপন। আলোচনা সভায় স্বাধীন বাংলাদেশের অভ্যূদ্বয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, জাতীয় চার নেতার অবদান ও মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করার জন্য মুজিবনগর সরকারের অনবদ্য ভূমিকা তুলে ধরা হয়। এছাড়াও আলোচনা সভা শুরুর আগে শ্রোতাদের উদ্দেশ্যে “মুজিবনগর: বাংলাদেশের প্রথম রাজধানী” শীর্ষক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …