Latest News
মঙ্গলবার, ৭ মে ২০২৪ ।। ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পনির নির্বাচিত হতে যাচ্ছেন

ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পনির নির্বাচিত হতে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি একমাত্র প্রার্থী। ফলে মনোনয়নপত্র বৈধ হলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনিই হবেন জেলা পরিষদের চেয়ারম্যান।
এদিকে জেলা পরিষদের সদস্য ছয়টি পদে আওয়ামী লীগের মনোনিত ছয় প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তার কাছে। এরা হলেন ঝালকাঠি সদরে মো. শমিসুল ইকরাম পিরু, নলছিটি উপজেলায় সোহরাব হোসেন মাস্টার, রাজাপুরে অ্যাডভোকেট খাইরুল আলম সরফরাজ, কাঁঠালিয়ায় এসএম ফজলুল আলম সিদ্দিকী ফিরোজ, সংরক্ষিত ঝালকাঠি সদর-নলছিটির নারী সদস্য হিসেবে হোসনে আরা মান্নান ও রাজাপুর-কাঁঠালিয়ার নারী সদস্য হিসেবে জাহানারা হক। এদিকে সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন ছাড়াও পাঁচজন এবং সংরক্ষিত নারী সদস্য পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেন। ফলে আগামী ১৭ অক্টোবর নির্বাচন হবে শুধু সদস্য পদে। এ নির্বাচনে ৪৫৪ জন ভোটার রয়েছেন, যারা চার উপজেলার জনপ্রতিনিধি।
দলীয় সূত্রে জানা যায়, পরিচ্ছন্ন রজিনীতিবীদ, সাবেক ছাত্রনেতা থেকে জেলা আওয়ামী লীগের কাÐারি হিসেবে পরিচিত অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের পক্ষে তফসিল ঘোষণার পর থেকেই প্রচারণা চলছিল। চেয়ারম্যান পদে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও ছিল তাঁর পক্ষেই। তৃণমূল নেতাকর্মীদের কাছে জনপ্রিয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণার ঝড় ওঠে। সবকিছু মিলিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকায় তাকেই মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পনিরকে মনোনয়ন দেওয়ার পেছনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ঝালকাঠি-২ আসনের সংদস সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ভূমিকা রয়েছে বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছে।
অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে আমি বিজয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে জেলা পরিষদের সকল কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সদস্য সদস্য আমির হোসেন আমুর নির্দেশনায় বাস্তবায়ন করবো।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …