Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / ঝালকাঠি থানার মোড়ের ফাতেমা এন্টারপ্রাইজে চুরি

ঝালকাঠি থানার মোড়ের ফাতেমা এন্টারপ্রাইজে চুরি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি থানা থেকে ৫০ গজ দূরে ফাতেমা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়েছে। শনিবার রাতে ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে ঢুকে ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায়।
ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার আবুল কালাম জানান, শহরের থানার মোড়ে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে শনিবার রাত ১০টার দিকে বাসায় যান। রাতে যে কোন সময় ভেন্টিলেটর ভেঙে চোর ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। ক্যাশবাক্স ভেঙে তারা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। তবে অন্য কোন মালামাল নেয়নি চোরের দল। রবিবার সকালে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে তিনি ক্যাশবাক্স ও ভেন্টিলেটর ভাঙা দেখতে পান। থানা থেকে মাত্র ৫০ জন দূরে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানে টাইলস ও স্যানিটারির মালামাল বিক্রি হয়। শহরের মধ্যে এভাবে চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা।
এ ঘটনায় এখনো থানায় অভিযোগ জানানো হয়নি বলে জানিয়েছেন ম্যানেজার আবুল কালাম।