Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি নতুন করে ৮ জন করোনা আক্রান্ত, মোট ৭৪

ঝালকাঠি নতুন করে ৮ জন করোনা আক্রান্ত, মোট ৭৪

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৭৪ জন আক্রান্ত হয়েছে বলে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানিয়েছেন। এদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া নলছিটি উপজেলার রায়াপুর গ্রামের জামাল উদ্দিনের (৬০) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া আক্রান্তদের মধ্যে হোম আইসোশনে থাকা অবস্থায় ২০ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩ জন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, নলছিটি উপজেলায় ২৩ জন, রাজাপুর উপজেলায় ১৫ জন ও কাঁঠালিয়া উপজেলায় ৯ জন। ঝালকাঠি জেলায় বুধবার পর্যন্ত ১১৪৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, এর মধ্যে ১০২৪ জনের রিপোর্ট এসেছে। অপেক্ষমান রয়েছে ১২২ জনের রিপোর্ট। জেলায় এ পর্যন্ত ১২১৯ জন হোম কোয়ারেন্টিনে ছিল। তাদের মধ্যে ১১৮৩ জন ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছে ৩৪ জন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …