Latest News
বুধবার, ৮ মে ২০২৪ ।। ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / দপদপিয়ায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

দপদপিয়ায় যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার :
নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশ পিছিয়ে দিয়েছিল ষড়যন্ত্রকারীরা। শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশ্বর বুকে মর্যাদাশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। শেখ হাসিনার দুরদর্শিতার কারনে দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন আমির হোসেন আমু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট হোসেন আকন খোকন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান হওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ইলিয়াস হোসেন শাহীন। ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. মাহাবুব সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন দপদপিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মৃধা, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল খান, যুবলীগ নেতা লুৎফর রহমান স্বপন। পরে শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এর আগে স্থানীয় এবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীরা কোরআন খতম করেন।
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …