Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন কেন্দ্রীয় নেতা মনির

দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন কেন্দ্রীয় নেতা মনির

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ার ৩৬ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহসম্পাদক মো. মনিরুজ্জামান মনির। ৩৬ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক তুলে দেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।