Latest News
মঙ্গলবার, ৭ মে ২০২৪ ।। ২৪শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে অস্থায়ী কর্মচারীদের এক মাসের বাজার দিলেন আবাসিক প্রকৌশলী

নলছিটিতে অস্থায়ী কর্মচারীদের এক মাসের বাজার দিলেন আবাসিক প্রকৌশলী

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ বিভাগে দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত ২৫ জন কর্মচারীকে এক মাসের খাদ্যসামগ্রী দিয়েছেন আবাসিক প্রকৌশলী। সোমবার সকালে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) উপজেলা কার্যালয়ে খাদ্যসামগ্রী কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়।
ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হোসেন সন্যামত জানান, অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের কিছু টাকা দিয়ে অস্থায়ী কর্মচারী (দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত) ২৫ জনকে এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। করোনার এ দুঃসময়ে কাজ কম থাকায় অস্থায়ী কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের সহযোগিতায় অফিসের সব কর্মকর্তা-কর্মচারী এগিয়ে এসেছেন।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, হলুদ-মরিচের গুড়া, পিঁয়াজ, রসুন, আঁদা, তেল, ডিম, সাবান, লবন। এছাড়াও তাদের সুরক্ষা সামগ্রী গেøাবস, মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …