Latest News
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ।। ১৫ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে করোনায় দলিল লেখকের মৃত্যু

নলছিটিতে করোনায় দলিল লেখকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে শাহজাহান মাঝি (৭০) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাঁর মৃত্যু হয়। এক সপ্তাহ ধরে তিনি উপজেলার মেরহার গ্রামের বাড়িতে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও বুকে ব্যাথায় ভুগছিলেন। স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়। পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হলে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে। সেখানে রাতে তাঁর মৃত্যু হয় বলে পরিবারের লোকজন জানিয়েছেন। শুক্রবার সকালে তিন মুফতির নেতৃত্বে গঠিত সংগঠন শাবাব ফাউন্ডেশন জানাজা শেষে তাঁর লাশ দাফন করেন। এ নিয়ে ঝালকাঠি জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হযেছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …