Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে ডাকাত আনোয়ার আটক

নলছিটিতে ডাকাত আনোয়ার আটক

স্থানীয় প্রতিনিধি :  ঝালকাঠির নলছিটিতে ডাকাতির সময় দুর্ধর্ষ ডাকাত আনোয়ার হোসেনকে (৪০) আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার সারদল এলাকা থেকে তাকে আটক করা হয়। আনোয়ার সূর্যপাশা এলাকার ইউসুফ আলী খানের ছেলে।পুলিশ জানায়, রাতে সারদল এলাকার সোহেল মৃধার ঘরে সহযোগিদের নিয়ে ডাকাতি করতে যায় আনোয়ার হোসেন। ডাকাতের উপস্থিতি টের পেয়ে ঘরের লোকজন চিৎকার দেয়। এসময় এলাকাবাসী চারদিক থেকে ঘিরে ফেলে ডাকাত আনোয়ারকে আটক করে। অন্য ডাকাত পালিয়ে যায়। আনোয়ারকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় জনতা। নলছিটি থানার এএসআই কুহিন আহম্মেদ শিপন বলেন, পুুুলিশ তাকে রাতে থানায় নিয়ে আসে। আনোয়ার কিছুদিন আগে ডাকাতি মামলায় সাজা ভোগ করে মুক্ত হয়। তার নামে মামলার প্রস্তুতি চলছে।