Latest News
রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই বাস চালককে জরিমানা

নলছিটিতে ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই বাস চালককে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ড্রাইভিং লাইসেন্স না থাকায় দুই বাস চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নলছিটি-বরিশাল সড়কে তল্লাশী চৌকি বসিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) সমাপ্তি রায় এ জরিমানা করেন। যাদের কাগজপত্র বৈধ রয়েছে, তাদের ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, বরিশাল-নলছিটি রুটে চলাচলকারী বাসে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। বাসের কাগজপত্র ও চালকের লাইসেন্স আছে কিনা তা পরীক্ষা করা হয়। লাইসেন্স ছাড়া কোন যানবাহন চালানো যাবে না বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তল্লাশীকালে দুইটি বাসের চালকের লাইসেন্স পাওয়া যায়নি। তাদের ভ্রাম্যমাণ আদালত দুই হাজার টাকা করে জরিমানা করেন। ভবিষ্যতে বাস চালকদের লাইসেন্স পাওয়া না গেলে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটি পরিবা’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক সংগঠন ‘নলছিটি পরিবার’ এর পক্ষ …