Latest News
রবিবার, ৫ মে ২০২৪ ।। ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে তিন জেলে আটক, বিভিন্ন মেয়াদে সাজা

নলছিটিতে তিন জেলে আটক, বিভিন্ন মেয়াদে সাজা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। বুধবার সকালে মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। এ ছাড়াও নদী থেকে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সকালে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে জেলেরা ইলিশ ধরার সময় অভিযান চালানো হয়। এ সময় নলছিটির গৌরিপাশা এলাকা থেকে মিজানুর রহমান ও এনায়েত হোসেন নামে দুই মৌসুমি জেলেকে আটক ককরা হয়। তাদের এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে মঙ্গলবার রাতে একজনকে আটক করে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় নদী থেকে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল ও ২৬ কেজি ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করা জালগুলো সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ফেলেন। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমনি কান্ত মিস্ত্রি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …