Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / নলছিটিতে ধর্ষণ মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

নলছিটিতে ধর্ষণ মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ধর্ষণ মামলায় এক যুবকের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, পরিশোধ না করলে আরো দুইমাস বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। মঙ্গলবার শেষ বিকেলে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত রনি সিকদার (২০) নলছিটির ফয়রা গ্রামের নুরুল ইসলাম সিকদারের ছেলে। রায় ঘোষণার সময়স আসামী আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুলাই দুপুরে নলছিটির ফয়রা গ্রামের ৬ বছরের এক শিশু বাড়ির ছাদে পেয়ারা খেতে গেলে তাকে ধর্ষণ করে রনি সিকদার। শিশুটির চিৎকারে তাঁর মা ছুটে এলে রনি সিকদার তার সামনে দিয়েই দৌড়ে পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পর দিন ২৮ জুলাই নলছিটি থানায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। নলছিটি থানার পুলিশ তদন্ত করে একই বছরের ২০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১০ সালের ১১ জুলাই আদালতে মামলার অভিযোগ গঠন করা হয়। আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ঘটনার সময় আসামী রনি সিকদার ১১ বছরের কিশোর হওয়ায়, শিশু আইন অনুযায়ী সাজা প্রদান করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …