Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ফিরোজা আমু যুবসংঘের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নলছিটিতে ফিরোজা আমু যুবসংঘের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :
মুজিব শতবর্ষ উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে ফিরোজা আমু যুবসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক দুলাল শরীফ। ফিতা কেটে তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু, পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, কাউন্সিল আবদুল কুদ্দুস মোল্লা, উপজেলা ছাত্র লীগের সভাপতি অনিক রহমান সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান। ফিরোজা আমু যুবসংঘের আহ্বায়ক দিদারুল আলম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মী অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিককর্মী শাহ আলম সরদার ও সুশান্ত কুমার দাস।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …