Latest News
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে বাংলাদেশ বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান ‘সোনালী স্বপ্নর দেশে’ অনুষ্ঠিত

নলছিটিতে বাংলাদেশ বেতারের বহিরাঙ্গণ অনুষ্ঠান ‘সোনালী স্বপ্নর দেশে’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ বিষয়ক বহিরাঙ্গণ অনুষ্ঠান ‘সোনালী স্বপ্নের দেশে’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বাংলাদেশ বেতার বরিশাল অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহ্ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিএম কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার, আঞ্চলিক পরিচাল এস এম জাহিদ হোসেন, উপ-আঞ্চলিক পরিচালক রফিক রায়হান, ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম। অনুষ্ঠানে একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়ক কার্যক্রম, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে জনগণের কল্যাণে শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়।পরে ঢাকা, বরিশাল ও খুলনা বেতারের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।