Latest News
রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে রেনেসাঁ প্রতিষ্ঠানের ২১ বছর পূর্তি

নলছিটিতে রেনেসাঁ প্রতিষ্ঠানের ২১ বছর পূর্তি

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে সনামধন্য প্রতিষ্ঠান ‘রেনেসাঁ’ এর ২১ বছর পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে। রবিবার সকালে শহরের পৌরসভা সড়কে রেনেসাঁ কার্যালয়ে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়। রেনেসাঁ কম্পিউটার সেন্টারের পাশাপাশি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে রেনেসাঁ ইনস্টিটিউট অব আইটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করে। এছাড়াও রেনেসাঁ স্টুডিও নামে আরো একটি প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে প্রতিষ্ঠানটি সেচ্ছায় কাজ করে সুনাম অর্জন করেছে। স্থানীয় খেলাধুলায়ও রেনেসাঁর অংশগ্রহণ রয়েছে। ভাল কাজের পুরস্কারও পেয়েছে প্রতিষ্ঠানটি। দুই ভাই মো. মনিরুজ্জামান ও মো. সোলায়মান হাওলাদার নলছিটি শহরে রেনেসাঁ নামে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে তাদের আরো দুই ভাই এইচ এম লোকমান হোসেন ও মো. আকতারুজ্জামান প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে কাজ শুরু করেন। রেনেসাঁ আইটি বিভাগে চারজনই দক্ষ থাকায় স্থানীয় বেকার যুবক-যুবতীরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বি হয়েছেন। রেনেসাঁর অগ্রযাত্রার সফলতা কামনা করেছেন নলছিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।