Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে সুগন্ধা নদীর তীরে কিশোরীর লাশ

নলছিটিতে সুগন্ধা নদীর তীরে কিশোরীর লাশ

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীর তীর থেকে অজ্ঞাত এক কিশোরীর (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার সুজাবাদ এলাকার নদী তীরে একটি ইটভাটার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নদীতে ভাসমান লাশটি সুজাবাদ এলাকার একটি ইটভাটার পাশে আসলে স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে বিকেলে লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে যায়। লাশের পরিচয় পাওয়া যায়নি। কিশোরীর মুখমন্ডলে রক্তমাখা ছিলো বলে পুলিশ জানায়। তাকে কেউ হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে বলে ধারনা করছে পুলিশ।
নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর এখনো পরিচয় মেলেনি। কিশোরীর পড়নে একটি গোলাপ ফুল ছাপার জামা রয়েছে। তাঁর মুখমন্ডল রক্তমাখা।