Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটি পৌর আ.লীগের সভাপতির দায়িত্ব পেলেন ফারুক হোসেন

নলছিটি পৌর আ.লীগের সভাপতির দায়িত্ব পেলেন ফারুক হোসেন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র মো. ফারুক হোসেন। পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান সম্প্রতি আমেরিকা চলে যাওয়ায় পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ফারুক হোসেনকে এ দায়িত্ব দেওয়া হয়। গত ১৫ ফেব্রæয়ারি পৌর আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান আমেরিকা যাওয়ার কারণে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. ফারুক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস বলেন, শূন্যপদ পূরণের জন্য জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিনিয়র সহসভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পেয়ে ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেন বলেন, আমার নেতা আমির হোসেন আমু এই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি তাঁর দেওয়া দায়িত্ব যথাযথভাবে সততার সঙ্গে পালন করবো।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …