Latest News
রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / নারীর প্রতি সহিংসতা রোধে ঝালকাঠিতে আলোচনা সভা

নারীর প্রতি সহিংসতা রোধে ঝালকাঠিতে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার :
সংঘাত নয়, সম্প্রীতি এ স্লোগান নিয়ে ঝালকাঠিতে কোভিডকালীন নারীর প্রতি সহিংসতা, আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নারীনেত্রী নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডালিয়া নাছরিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। পিএফজির জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের বরিশালের মাঠ সমন্বয়কারী মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে নারীনেত্রী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …