Latest News
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ।। ১৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

স্টাফ রিপোর্টার :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে ঝালকাঠির রাজাপুরে রফিকুল ইসলাম জামাল নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বুধবার রাতে রাজাপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাব্বির খান বাদী হয়ে এ মামলা করেন। জামাল ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৭ নম্বর সদস্য। তিনি ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল।
মামলার বিবরণে জানা যায়, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তাঁর নিজের ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের জড়িয়ে একটি পোস্ট দেন। এতে রাষ্ট্রের ভাবমূর্তি ও প্রধানমন্ত্রীর সম্মান ক্ষুন্ন করা হয়। এ পোস্টটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা ও মনহানিকর তথ্য প্রচার করার সামিল বলেও মামলায় উল্লেখ করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামি ঢাকায় বসবাস করেন। তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
এ ব্যাপারে জানতে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের ব্যবহৃত মোবাইলফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …